Ami Tomaro Songe Lyrics (আমি তোমার সঙ্গে)

Ami Tomaro Songe Song Details 

Song : Ami Tomaro Songe
Tal:Dadra 
Rag :Bahaar-Sohini
Music: Rabindra song

Ami Tomaro Songe Lyrics 

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে


সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ
তুমি জানো না
ঢেকে রেখেছি তোমার নাম
রঙ্গীন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে


তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি
অরূপ মূর্তিখানি
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে

গানের লিরিক্সটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখুন।

Lyrics World এর সাথে থাকার জন্য ধন্যবাদ।  

আরও পড়ুনঃ-

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url