Kalachan Lyrics (কালাচান) । Tosiba Begum


Kalachan Song Details

Song: Kalachan
Singer : Tosiba Begum & FA Pritom (rap)
Lyric: Salahuddin Shagar
Music & Mixing: Tune House
Composer: FA Pritom

Kalachan Lyrics

আদর কইরা ডাকমু জান
কাছে একটু আইয়া জান
মনের কথা হুইনা জান
কি যাদুতে মারছেন ভান
কি যাদুতে মারছেন ভান

হাতটা ধরেন না
ভাব নিয়েন না
কেনো চোখের ভাষা নিয়েন

জালা দিয়েন না
দুরে জাইয়েন না
মইরা গেলে আমায় খুইজা পাইবে না

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান

আগা গোরা মেকাপ কইরা
দেখাও তুমি ডং
তোমার পান তুমি খাও
ঠোটে লাগাও রং
তুমি অনেক ক্রেজি

তোমার নাটক বুঝি
আই তিতি তিতি কইরা
ময়না পাখি খুজি

মন আমার বোকা সোকা
পোলা বোকা না
আমি শুধু খাই ছেন্ট্রি
বাবু খোকা না

তোমার মনের বেপার সেপার
কাটলো প্রেমের খাল
শাড়ি পইড়া পিপ মাইরা
ঠোট করিলা লাল

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান

ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিপলে
আইসো আমার মন মহলে

ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিপলে
আইসো আমার মন মহলে
ভাসাইবো আদরের স্বাপ্পান
খাওয়াই যাওনা রশের ভরা পান

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান

হায়রে ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া জান।

গানের লিরিক্সটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখুন।

Lyrics World এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

আরও পড়ুনঃ-

Next Post Previous Post
1 Comments
  • Subrato Saha
    Subrato Saha January 24, 2024 at 9:56 PM

    nice post

Add Comment
comment url