Maje Maje Tbo Dekha Pai Lyrics(মাঝে মাঝে তব দেখা পাই)
Maje Maje Tbo Dekha Pai details
Song : Maje Maje Tbo Dekha Pai
Tal: Dadra
Rag : Kirton
Maje Maje Tbo Dekha Pai Lyrics
কেন মেঘ আসে হৃদয়-আকাশেকেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে হারাইয়া
ফেলি চকিতে
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না ।
ওহে কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ।
ওহে কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে ।
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
এত প্রেম আমি কোথা পাবো নাথ
তোমারে হৃদয়ে রাখিতে ।
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে,
তুমি আপনি না এলে কে পারে
হৃদয়ে রাখিতে
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
ওহে আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ
ওহে আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ
ওহে তুমি যদি বলো এখনি করিবো
তুমি যদি বলো এখনি করিবো
বিষয়-বাসনা বিসর্জন দিব
শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয়
বাসনা বিসর্জন
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
গানের লিরিক্সটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখুন।
Lyrics World এর সাথে থাকার জন্য ধন্যবাদ।