Mor Bina Othe Kon Sure Baji Lyrics(মোর বীণা ওঠে কোন সুরে বাজি)

Mor Bina Othe Kon Sure Baji Details 

Song :Mor Bina Othe Kon Sure Baji
Tal : Kaharwa
Rag: Bhairabi

Mor Bina Othe Kon Sure Baji Lyrics

মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলেরও হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।

আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আলোকের নৃত্যে বনান্ত
মুখরিত অধীর আনন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।

অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে,
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপূঞ্জে
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে,
অশ্রুত সেই তালে বাজে
করতালি পল্লবপূঞ্জে,
কার পদপরশন-আশা
তৃণে তৃনে অর্পিল ভাষা
কার পদপরশন-আশা
তৃণে তৃনে অর্পিল ভাষা।

সমীরণ বন্ধনহারা
উন্মন কোন বনগন্ধে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
মম অন্তর কম্পিত আজি
নিখিলেরও হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি।

গানের লিরিক্সটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখুন।

Lyrics World এর সাথে থাকার জন্য ধন্যবাদ।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url