Na Bole Esechi Lyrics (না বলে এসেছি) । Arati Mukherjee
Na Bole Esechi Song Details
মূল শিল্পী : আরতি মুখার্জি
কথা : পুলক ব্যানার্জি
সুর : সুধীন দাশগুপ্ত
কণ্ঠ : প্রিয়াংকা
Na Bole Esechi Lyrics
না বলে এসেছি তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো
চলে যাই যদি যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো
চলে যাই যদি যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো
চলে যাই যদি যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয় নৃত্য করা।
লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে
জাগতে পারে নি কুঁড়ি
লক্ষ মরণে মরতে চেয়েছি
সয় নি সে লুকোচুরি।
আজ এইক্ষণে বুঝিনি গোপনে
নিজেকে আবার পাব।
চলে যাই যদি যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি তা বলে ভেবো না
না বলে বিদায় নেব
চলে যাই যদি যেন হই নদী
সাগরে হারিয়ে যাব।
গানের লিরিক্সটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থাকে দয়া করে কমেন্ট বক্সে লিখুন।
Lyrics World এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ-